শুক্রবার, ১৫ মে, ২০১৫

অপেক্ষা কেবল একটা খুঁদে বার্তার

-কি ব্যপার? ফোন ওয়েটিং ছিলো কেন? (ছেলে)
-আমি কারও সাথে কথা কথা বলতে পারি না? (মেয়ে)
-হুম, সেটাই তো বলছি! কার সাথে কথা বলছিলে?
-এক বন্ধুর সাথে!
-ও বন্ধু! কেমন বন্ধু?
-কলেজ বন্ধু।
-বন্ধুর সাথে আধাঘন্টা ধরে কথা?
-কেন বলা যাবে না?
-বিশ্বাস হচ্ছে না!
-তুমি আমাকে আর আগের মতো বিশ্বাস করো না!
-কিভাবে করি বলো? রাত ১২টায় বন্ধুর সাথে আধাঘন্টা ধরে কথা! বিশ্বাস!
-সংবিধানে কি লেখা আছে রাতে বন্ধুর সাথে কথা বলা যাবে না?
-ওকে সমস্যা নাই, বলো। বেশি করে বলো। নাম কি বন্ধুর?
-রিয়া।
-তাহলে যে বন্ধু বললা?
-দেখলাম তোমার বিশ্বাসটা। কতোটা বিশ্বাস করো !

বলে রাগ করে মেয়েটি ফোনটা কেটে দিলো।

ছেলেদের বন্ধু বলা যায়, মেয়েদেরও যায় তবে আগে এই কথাটি বললে হইতো ছেলেটিকে মেয়েটির মেসেজের জন্য অপেক্ষা করতে হতো না!কারণ এর আগেও মেয়েটি রাগ করেছে এবং পরোক্ষনে একটি মেসেজ ও করতো।
আজ কেন পাঠাচ্ছে না! একটাই তো মেসেজ নাকি ব্রেকআপ হয়ে গেলো!
ভীষণ অস্থির হচ্ছে ছেলেটি মেসেজের জন্য!!

ছেলেটি এখন ব্যস্ত হয়ে পড়েছে। ভীষণ ব্যস্ত। সে ফোন দিচ্ছে কিন্তু মেয়েটা রিসিভ করছে না!

আবার অপেক্ষা। বিশ্বাসের থেকে অপেক্ষা। মেয়েটি রাগ করলেই মেসেজ করে।
কখন করবে মেসেজ? ভাঙবে রাগ!

এইসব ভাবতে ভাবতেই ফোনের মেসেজ রিংটোন বেজে উঠলো।
ইনবক্স খোলার সাথে সাথেই লেখা দেখলো যেখানে লেখা ছিলো,

Big bonus! ajker moddhe 3takar kotha bolle pea jaben sathe sathe 1 taka bonus. sorbocco 12 taka bonus paben 1 dine.

এই দেখে ছেলেটির মনের অবস্থা কেমন হয়েছিলো বোঝাতে পারবো না!
যাদের সাথে এমনটা হয়েছে তারা বেশ ভালো বুঝতে পারবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন