বুধবার, ২০ মে, ২০১৫

ফেসবুক প্রেম

ফেসবুকে শুধু ছবি দেখে আর চ্যাটিং করে ছেলে মেয়ে প্রেমে পড়ে কেন?

- অজানার প্রতি সবার একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ থেকেই প্রেম হয়।

- সবাই আশা করে তার প্রেমিক বা প্রেমিকা রাজকুমার বা রাজকুমারী হবে। ফেসবুক এমন একটা জায়গা যেখানে সহজেই রাজকুমার আর রাজকুমারী সাজা যায়৷

- ফেসবুক প্রেমের সফল কারিগর হলো ফটোশপ। এই একটা সফ্টওয়্যার ই 80% কাজ করে প্রেমের ক্ষেত্রে৷

- স্মার্টনেস। বাস্তবে স্মার্ট হওয়া যত সহজ তার চেয়ে 90% বেশী সহজ ফেসবুকে স্মার্ট হওয়া। তাই প্রেম সংগঠিত হয়।

- সাহসী পুরুষ বা মহিয়সী নারীদের সবাই পছন্দ করে। আর ফেসবুকে এই চরিত্রের অধিকারী হওয়া খুবই সহজ। তাই প্রেম হয়।

- ইমোশন। প্রেমের প্রথম কথাই হলো ইমোশন থাকতে হবে। ফেসবুকে বাস্তবের চেয়ে বেশী পরিমাণ ইমোশনাল হওয়া যায়। কেউ কেউ নেট থেকে কাটা হাত, পা এর ছবি ডাউনলোড করে প্রেমিক বা প্রেমিকার ইনবক্সে সেন্ড করে। ইমোশনে গদগদ হয়ে প্রেমে পড়ে যায়৷

-পার্সোনালিটি। ফেসবুকে বাস্তবের চেয়ে সহজেই হাই পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হওয়া যায়। তাই প্রেমও খুব সহজ৷

- লুলামি। লুলামি অনেক মেয়েরই পছন্দ। তাই প্রেম হয়৷

- অবশেষে হিজরা আইডি। ফেসবুক প্রেম 50% সফল হয় মেয়ে নামধারী কিছু হিজরা আইডির জন্য।

বিঃদ্রঃ এতো প্রেমের মাঝেও মাত্র 0.99%সফল হয়। বাকি 99.01% নষ্ট হয়ে যায়। 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন